আরশিযুগল প্রেম (পর্ব-১৯)
# আরশিযুগল প্রেম❤ # লেখিকাঃ নৌশিন আহমেদ রোদেলা ❤ # পর্ব- ১৯ "মুরং" জাতির বাস মূলত বোর্ডিং পাড়াতে হলেও শেরকর পাড়াতেও তাদের অস্তিত্ব চোখে পড়ার মতো। মুরংরা অন্যান্য পাহাড়ী আদিবাসী থেকে খানিকটা ভিন্ন এবং বন্য। এ যুগে এসেও তাদের অধিকাংশই "বাংলা" ভাষা বুঝে না। শুধু বাংলা নয় অন্যকোনো আদিবাসীদের ভাষাও তারা বুঝে না। এমন এক বন্য জাতির সন্তান হয়েও মেমপ্রে কিভাবে স্পষ্ট বাংলায় কথা বলে তা শুভ্রতার কাছে আস্ত এক রহস্য। মেমপ্রেদের টঙ বাড়ির বারান্দার এক কোণে বাঁশের চাটাই-এ ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে শুভ্রতা। রক্তিম সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। কিছুক্ষণের মাঝেই পাহাড়ের আড়ালে লুকিয়ে পড়ার আমোদ যেন তার পুরো শরীর জুড়ে। শেষ বিকেলের সূর্যের মতোই আমোদিত শেরকর পাড়ার চারপাশ। পাড়ায় পৌঁছে ফ্রেশ হয়েই ঘুমের রাজ্যে হারিয়েছিলো শুভ্রতা। তাই এই শেষ বিকালে ঘুম ভেঙে পাড়াজুড়ে উৎসবের আমেজ দেখে বেশ খানিকটা অবাকই হলো সে। ছবির মতো এই পাহাড়ি পাড়ায় বিশাল এক মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চ সাজানো হয়েছে বাঁশের ছিলকা দিয়ে তৈরি রং-বেরঙের ফুল দিয়ে। মঞ্চের ঠিক নিচে বাঁশ দিয়ে একটা ঘের তৈরি করা হয়েছে। আর সেই ঘেরের মাঝ...