প্রিয়....!

তোমায় সম্মোধন করার জন্য চমৎকার কোনো শব্দ এই মুহূর্তে মাথায় আসছে না আমার। তাই সম্মোধনটা উহ্য রাখছি। তুমি তো জানো, নীরবতাতেই মিশে থাকে হাজারও আকুতি, হাজারো ভালোবাসা। তাই এই নীরবতা থেকেই নাহয় খুঁজে নাও সেই নাম। চমৎকার সেই সম্বোধন। যে সম্বোধনে কেঁপে উঠবে তোমার বুক। ঠোঁটে ফুঁটবে তৃপ্তির হাসি। আচ্ছা? তুমি-আমি দুজনেই কি এক? যদি একই হই তাহলে কি তোমার স্বপ্নগুলোও আমার স্বপ্নের মতো ধোঁয়াসে? ভীষণ অগোছালো এই মনটা কি হঠাৎ হঠাৎই ভীষণ অভিমানে আমার মতো আরো খানিকটা অগোছালো হয়ে যায়? আমার হয়। খুব করে হয়, জানো? হঠাৎ করে চমকে উঠি। হঠাৎ করেই কান্না পায়। বুকে ব্যাথা হয় তারসাথে অসহনীয় এক শূন্যতা। সেই শূন্য মনে খা খা দুপুর নেমে আসে কখনো বা নামে গাঢ় বর্ষা। দুপুরের প্রখরতায় পুড়ে তামাটে হয় এই মন। বর্ষায় হয় আপ্লুত.... রক্তেভেজা বাণ। বুকের কোথায় যেন তীক্ষ্ণ ব্যাথা হয়। অযথায় কান্নাগুলো গলায় এসে আটকে যায়। ছন্নছাড়া বাতাসে উড়ে চলে লম্বা চুল। উদাসী চোখদুটো বারবার পাতা ঝাপটায় কিন্তু অপেক্ষাটা ফুরায় না। মন বলে এইতো আসবে। এখনই তো সময়। কিন্তু...আসে না। কি আসে না? কেন আসে না?  জানি না। শুধু জানি অপেক্ষাটা ফুরায় না। এই অপেক্ষাটা বুঝি নির্বীক, অমর? এই অপেক্ষার হয়তো মৃত্যু নেই। আমি এই অপেক্ষাটার একটা নাম দিয়েছি, জানো? এই অপেক্ষাটার নাম হলো ---" Pain Of Expect"

আচ্ছা? আমার মতোই কি নিদারুণ উত্তেজনায় হঠাৎ হঠাৎ দিশেহারা হয়ে পড়ো তুমি? হঠাৎ হঠাৎ রেগে যাও? আমি রেগে যায়। খুব করে রেগে যাই। কেন রাগবো না বলো? বাবার যৌক্তিক কথাগুলো যে প্রায়শই অযৌক্তিক মনে হয় আমার। মায়ের মায়ামাখা আদরগুলোকে প্রায়শই বিরক্তির চাদরে ঢাকা এক টুকরো অযথা ঝামেলা মনে হয় আমার। আচ্ছা? আমার মতো তোমারও কি একা লাগে? হাজার মানুষের ভালোবাসার ভীরে হাঁপিয়ে ওঠো? আমি ওঠি...ভীষণ হাঁপিয়ে ওঠি। তবুও প্রতীক্ষা করি। অপেক্ষা করি। নাম না জানা সেই অপেক্ষায় হয়তো তোমার নামটাই খুঁজি!


ইতি
তোমার নীরবতা



Comments

  1. ভাষায় প্রকাশ করা যাবে তোমার লেখাগুলো, তবে আমার সে ক্ষমতা নেই যে তোমার লেখাগুলোকে জাজ করবো। তোমার লেখা প্রতিটা শব্দের কাছে আমার করা প্রতিটা প্রশংসা নিতান্তই তুচ্ছ। আমি তোমার লেখাগুলো পড়ে আবেগপূর্ণ হই কতটা তা বলতে পারবোনা, তবে হ্যা আমি তোমার লেখার প্রতিটা শব্দ পড়ে বারে বারে বিস্মিত হই। আচ্ছা কিভাবে লিখ এত মনোমুগ্ধকর লেখনী। আমি তো রবীন্দ্রনাথকে দেখীনী তবে হ্যা এটা বলতে পারি যে তুমি হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর এর ফিমেল ভার্সন হতে চলেছ ❤।।।এবং সেই সময়টাও দেরী নেই। অনেক দ্রুতই হবে আমার মনে হয়। ইনশাআল্লাহ। সেই সময়ের অপেক্ষায় রইলাম❤
    ইতি তোমারই লেখনীর কোন এক নীরব পাঠিকা ,,,,,
    অনু❤

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

এক মুঠো রোদ❤ সূচনা পর্ব❤

আরশিযুগল প্রেম (পর্ব-১৯)